বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কয়েক সপ্তাহ ধরে শিরোনামে রেশন দুর্নীতি কাণ্ড।
জানা গিয়েছে, কীভাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে জমা পড়ত লক্ষ লক্ষ টাকা। এবার এই মামলাতেই আদালতের ভর্ৎসনার মুখে পড়ল ইডি। বিচার ভবনে বিশেষ ইডি আদালতে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নুর ওরফে মুকুলের মামলার শুনানি ছিল।
সেখানেই ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। ‘আপনারা এই কেসটা কি ১০০ বছর নিয়ে যাবেন?’ কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন করেন তিনি। এদিনের শুনানিতে বিচারক বলেন, ‘আমার কাছে নথি দিয়েছেন সেখানে রাইস মিলারদের নাম রয়েছে। গ্রেফতার কেন করছেন না?