সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে তাঁকে।
এদিকে সিবিআই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবার এই মামলাতেই সামনে আসছে বড় খবর! শিয়ালদহ আদালত আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির দাবি জানিয়েছে তারা। সেই কারণে এবার চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার সকল প্রমাণ এবং নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হস্তান্তর হতে চলেছে।
এই প্রামাণ্য নথির মধ্যে ২টি ট্রাঙ্ক, ১৭-১৮টি ফাইল রয়েছে। ২টি ট্রাঙ্কের মধ্যে ভিসেরা থেকে শুরু করে যে চাদরের ওপর আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই চাদর সহ ক্রাইম সিনের বেশ কিছু প্রমাণ রয়েছে।