ট্রাকের সঙ্গে ধাক্কায় গাড়িতে আগুন, মৃত্যু একই পরিবারের ৭ জনের

একই পরিবারের সাত জন ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন। পুলিশ সূ্ত্রে খবর, মৃতদের মধ্যে দু’জন শিশুও ছিল। রবিবার সন্ধ্যায় রাজস্থানের সিকার জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার রাজস্থানের সালাসারের বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল উত্তরপ্রদেশের মিরাটের এক পরিবার। তাদের গাড়ি পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে। সিকার জেলার কাছে হাইওয়েতে গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গাড়িটিতে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ সাত জন ছিলেন। কেউই গাড়ির বাইরে বেরিয়ে আসতে পারেননি। তাঁদের গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হয়।

জানা গিয়েছে, হাইওয়ে ফাঁকা থাকায় খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন চালক। বিপত্তি ঘটে তখনই যখন একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে গাড়িটি। উল্টো দিক থেকে একটি গাড়ি আসায় ধাক্কা এড়াতে পাশ দিতে যান চালক। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে পাশের ট্রাকে। গাড়িতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। স্থানীয়েরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু কেউই গাড়ির বন্ধ দরজা খুলতে পারেননি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। সকলের গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয়। পলাতক ট্রাকের চালক এবং সহকারী। পুলিশ তাঁদের খোঁজ চালাচ্ছে।