বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা৷ শীতে যেনো জুবুথুবু হয়ে যাচ্ছে মানুষ। শৈত্যপ্রবাহের কবলে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ৷ কুয়াশায় ঢেকেছে আকাশের মুখ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৩ বছরে এই নিয়ে তৃতীয় বার তাপমাত্রার এহেন পারদপতন ঘটল। এমনকি, বছরের শুরু থেকে এত দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ গত দশ বছরে হয়নি৷
২০১৩ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত টানা ৭ দিন রাজধানীর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। এর আগে ২০০৬ সালে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে।
চলতি বছর জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের ফলে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। ঘন কুয়াশার ফলে দূরপাল্লার ট্রেন অনেক দেরিতে চলছে। বাতিল করা হয়েছে বেশ কিছু বিমান৷ যার ফলে বিপদে পড়ছেন যাত্রীরা।
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম টানা ৫০ ঘণ্টা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লি। সারা সপ্তাহ জুড়ে শীতের প্রকোপ বজায় থাকবে বলেই পূর্বাভাস। ১৪ জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে আগাম সতর্ক করে দিয়েছে আবহাওয়াবিদরা৷