রাজ্যে গ্রুপ ডি নিয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। উত্তরবঙ্গে সফরের আগে আজ সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক থেকে গ্রুপ ডি নিয়োগের বোর্ড বাতিল করে রাজ্য মন্ত্রিসভা। সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে গ্রুপ ডি পদে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে সরকারের বিভিন্ন দফতরের গ্রুপ-ডি বিভাগে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন । তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি রিপিল বিল আনতে হবে সরকার পক্ষকে। সেই রিপিল বিলের মাধ্যমে বিধানসভার অনুমতি নিয়েই গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করা হবে।
উল্লেখ্য, রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হওয়ার পর একবারই নিয়োগ করেছিল এই বোর্ড।২০১৭ সালের নিয়োগ পর্ব শুরু করে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড।২৫ লক্ষ আবেদন জমা পড়ে এই পরীক্ষার জন্য। যার মধ্যে ৬ লক্ষ আবেদনকারী ছিলেন ভিন রাজ্যের। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৮ সালে। নবান্ন সূত্রে, এই বোর্ড গঠনের পর প্রায় ৬০০০ গ্রপ-ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তার মধ্যে সাড়ে পাঁচ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ হয়েছিল বিভিন্ন সরকারি দফতরে । কিন্তু তারপর, বহুদিন আর নয়া কোনও নিয়োগ হয়নি এই বোর্ডের মাধ্যমে । অতীতে এই বোর্ডের মাধ্যমে যে সমস্ত নিয়োগ হয়েছে তা নিয়েও বিতর্কও তৈরি হয়। বর্তমানে এই বোর্ডের কোনও চেয়ারম্যান নেই। এরপরেই এদিন গ্রুপ ডি নিয়োগের বোর্ড বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা।