পুরসভার ভোট মিটতেই প্রচার শুরু মুখ্যমন্ত্রীর। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের সমর্থনে বারাণসীতে প্রচারে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনের মধ্যেই মমতা অখিলেশের হয়ে প্রচার শুরু করলেন। আর সেই প্রচার শুরু হতেই বিজেপিকে কটাক্ষ করা শুরু করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, মমতা প্রচারে এসেছেন দেখে বিজেপি ভয় পাচ্ছে।
এদিন বক্তৃতার শুরুতে অখিলেশ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে প্রচুর মানুষে এসেছেন। সভাস্থল ভর্তি হয়ে গিয়েছে। আর তিনি প্রচারে আসায় ভয় পেয়ে গিয়েছে বিজেপি। অখিলেশ মমতার উদ্দেশে বলেন, তিনি এখানে পদার্পন করতেই বিজেপির বাংলায় নিজের হারের কথা মনে পড়ে গিয়েছে। তাই তারা এখানেও ভয় পাচ্ছে। এর পাশাপাশি বিরোধী জোট নিয়েও বক্তব্য রাখেন তিনি। অখিলেশের কথায়, বিরোধীদের জোট বিজেপির জন্য সব রাস্তা বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা করেছিল তাতে অনেকটাই সফল হয়েছে। উত্তরপ্রদেশেও জোট সরকার আসবে। বিজেপি মুছে যাবে। একই সঙ্গে বিজেপিকে একহাত নিয়ে তিনি দাবি করেন, বিজেপি কাশীকে নষ্ট করেছে। উন্নয়নে বাধা দিয়েছে। তাই উত্তরপ্রদেশে জোট সরকার এলে উন্নয়ন হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় গঙ্গা আরতি দেখতে দশাশ্মমেধ ঘাটে পৌঁছন মমতা৷ ঘাটে যাওয়ার আগে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় বিজপি’র কর্মী সমর্থকরা৷ ঘাটে পৌঁছনোর দেড় কিলোমিটার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে একদল বিজেপি সমর্থক বিক্ষোভ দেখাতে শুরু করে৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়৷ শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে রীতিমতো আক্রমণ করে চড়-থাপ্পর মারতে থাকে বিক্ষোভকারীরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাণসী সফর কিন্তু পূর্ব নির্ধারিত৷ তা সত্ত্বেও কেন পর্যাপ্ত পুলিশ ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ বিক্ষোভকারীদের বাধা কাটিয়েই বারাণসী ঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী৷