অবশেষে সিনিয়র আইপিএস অফিসার দময়ন্তী সেনের নজরদারিতে হবে মাটিয়া, মালদহ সহ ৪ ধর্ষণের তদন্ত। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। উল্লেখ্য, মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা ও বাঁশদ্রোণীর ধর্ষণ কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের তরফে দময়ন্তী সেনকে চেয়ে প্রস্তাব দেওয়া হয়।
রাজ্যের তরফে আইপিএস সুমনবালা সাহুর নাম প্রস্তাব করা হয়। কিন্তু অবশেষে আদালত দময়ন্তী সেন’কেই বেছে নেয়। একই সঙ্গে রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্ন, পরিকাঠামো থাকার পরেও কেন এই ঘটনা বারবার ঘটেছে? এই ধরনের ঘটনায় আমি বাকরুদ্ধ। আগে দিল্লি বা দেশের অন্য জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাওয়া যেত। তবে আমরা প্রতিটি ঘটনার দিকে আলাদা করে নজর রাখছি। যদি কোন ঘটনায় আলাদা করে এজেন্সি বা কোনও বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রয়োজন হয়, সেটা আদালত করবে।
প্রসঙ্গত, বর্তমানে দময়ন্তী সেন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার। এর আগে পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় তিনি তদন্ত করেছিলেন। আর এবার চারটি ধর্ষণের ঘটনায় তাঁর উপরই দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট।