বৃহস্পতিবার জলপাইগুড়ির শহরের ডিবিসি রোডের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, শহরের বিভিন্ন পথে বহু অর্থ খরচ করে ফুটপাত তৈরী করা হলেও এক শ্রেণির ব্যাবসায়ীদের অসহযোগিতার কারণে এতো দিন সেই ফুটপাত ব্যবহার করতে বেগ পেতে হচ্ছিলো পথচারীদের। এদিন ডিবিসি রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সেই ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ। এদিনের অভিযানে অবৈধ ভাবে পার্কিং করার অভিযোগে একটি বাইকও আটক করে পুলিশ।
এই প্রসঙ্গে ডিবিসি রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি বিকাশ দাস জানান, কিছু ব্যাবসায়ী ফুটপাত দখল করে ব্যাবসা করে আসছিলো, এর ফলে সাধারণ মানুষের আসা যাওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছিলো, আর সাধারন মানুষের সমস্যা হলে আখেরে ব্যাবসায়ীরাই ক্ষতিগ্রস্থ হবে।