লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে গতকাল দাউদাউ করে জ্বলে উঠল তৃণমূলের পঞ্চায়েত ভবন। এদিন খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ভবনের ভেতরেই জ্বলতে থাকে গুরুত্বপূর্ণ জিনিস সহ প্রচুর নথিপত্র।
তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকায় তৃণমূল নেতারা। পঞ্চায়েত কার্যালয়টির তিন তলা ভবন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান রিঙ্কু বর বলেন, শর্ট সার্কিট থেকেই কোনও কারণে আগুন লেগে গিয়েছে।
যদিও শাসকদলের দাবি একেবারেই মানতে নারাজ বিজেপি। পাল্টা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, পঞ্চায়েতের দুর্নীতির প্রমাণ লোপাট করতে ইচ্ছে করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগুন লাগার ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজা।