শুরু হলো বাজেট অধিবেশন

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে শুরু হলো বাজেট অধিবেশন৷ দুই পর্বে বাজেট অধিবেশন হবে৷ অধিবেশনের সূচনায় ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা অতিমারীর তৃতীয় বর্ষ চলছে৷ এই সময়ের মধ্যে দেশবাসীকে আরও বেশি কর্তব্যপরায়ণ হতে দেখেছি৷ আজ ভারত স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে৷ সংসদ ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হল থেকে প্রত্যেক ভারতবাসীকে অভিনন্দন জানাই৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের শতকোটি প্রণাম জানাই৷ যাঁরা নিজেদের কর্তব্যে অবিচল থেকে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন৷ স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশের বিকাশ যাত্রায় যোগদান করা সকল মহানুভবের প্রতিও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি৷ 

রাষ্ট্রপচি আরও বলেন, আজাদির অমৃত মহোৎসবে গুরু তেগ বাহুদুরের ৪০০ তম আবির্ভাব দিবস, শ্রী অরবিন্দের ১৮৫ তম জন্মজয়ন্তী, ভিও চিদম্বরম পিল্লাইয়ের ১৫০তম জন্মবর্ষ ও নেতাজি সুভাষচন্ত্র বোসের ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করছে সরকার৷ এই বছর থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা ২৩ জানুয়ারি থেকে করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ এছাড়াও সাহেবজাদাদের অত্মবলিদান উপলক্ষে ২৬ ডিসেম্বর বীর বাল দিবসের ঘোষণা এবং ১৪ অগাস্ট বিভাজন বিভিষিকা স্মৃতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ বীরসা মুণ্ডকে শ্রাদ্ধাঞ্জলী স্বরূপ ১৫ নভেম্বর তাঁর জন্ম দিবসকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসব সকল ভারতবাসীর কাছে আগামী ২৫ বছরের সংকল্পকে সফল করার এক মহৎ সুযোগ৷ আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে৷ আগামী ২৫ বছর শক্ত বুনিয়াদ গড়ে তোলার জন্য দ্রুত কাজ করছে৷ তিনি আরও বলেন, সরকার মনে করে, অতীতকে স্মরণ করে তার থেকে শিক্ষা নেওয়াটা দেশের সুরক্ষিত ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি৷