দ্য বডি শপের নতুন ক্রিসমাস কালেকশন

ব্রিটেন-ভিত্তিক ইন্টারন্যাশনাল পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘দ্য বডি শপ’ এবারও লঞ্চ করল তাদের ক্রিসমাস কালেকশন। তাদের আকর্ষণীয় গিফট সেটের রেঞ্জে রয়েছে তিনটি লিমিটেড-এডিশন রেঞ্জের হ্যান্ড ক্রিম থেকে শাওয়ার জেল এবং ফেস মাস্ক থেকে লিপ বাম – ওয়াইল্ড পাইন, প্যাশনফ্রুট ও স্পাইসড অরেঞ্জ।

এবছরের বিশেষ ফেস্টিভ সেন্ট হল অরেঞ্জ, স্পাইসড অরেঞ্জ এবং পাইন ও ডিভাইন ওয়াইল্ড পাইন। এগুলি ময়েশ্চারাইজিং প্রপার্টি সমৃদ্ধ, রসালো অরেঞ্জের সুগন্ধে ভরা, যাতে আভাস রয়েছে মিন্ট ও চন্দনের। তিনটি নতুন রেঞ্জে রয়েছে একাধিক প্রোডাক্ট, যেমন হ্যান্ড বাম, শাওয়ার জেল, বডি বাটার, বডি ইয়োগহার্ট, বডি স্ক্রাব এবং বডি লোশন ও অয়েল। এইসব লিমিটেড-এডিশন প্রোডাক্ট ছাড়াও দ্য বডি শপের ক্রিসমাস কালেকশনে রাখা হয়েছে অ্যাভোকাডো, শিয়া ও এডেলউইশ রেঞ্জ, যা ‘আল্টিমেট সেলফ-কেয়ার এক্সপিরিয়েন্স’ দেবে।

প্রত্যেক রেঞ্জের সঙ্গে রয়েছে কম্বো ও গিফট সেট যা ক্রিসমাস গিফট হিসেবে দেওয়া যাবে প্রিয়জন, বন্ধু ও স্বজনদের। এবছর দ্য বডি শপের নতুন কালেকশনে রয়েছে: (১) ওয়াইল্ড পাইন লিমিটেড এডিশন, (২) স্পাইসড অরেঞ্জ লিমিটেড এডিশন রেঞ্জ, (৩) প্যাশনফ্রুট রেঞ্জ।