বিশ্বকাপ শেষ। এবার বৃহস্পতিবার অর্থাৎ আজকে থেকে শুরু হতে চলেছে ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়। তারপরেও রয়েছে আরও অনেক সিরিজ়। তাঁর মধ্যে পরের বছর ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হতে চলেছে পাঁচটি টেস্ট সিরিজ়।তবে শোনা যাচ্ছে সেই সিরিজে ভারতীয় দুই পেসার যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে একই ম্যাচে একসঙ্গে নাও খেলানো হতে পারে।
একদিনের বিশ্বকাপে শামিকে প্রথমদিকে চারটি ম্যাচে না খেলানো হলেও সর্বোচ্চ উইকেটশিকারীর হয়েছেন তিনি। ফাইনালে বিশ্বকাপ না পেলেও কেউ তাঁর বোলিং নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।তবে এই একই কথা বুমরার ক্ষেত্রেও প্রযোজ্য এবং দুজনেই লাল বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ভারতের মাটিতে আগামী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও দেখা যাবে তাঁদেরকে।
সংবাদ মাধ্যমেকে বোর্ড জানিয়েছে, “বুমরা এখন পুরোপুরি ফিট। আর সেটা তিনি তাঁর পারফরম্যান্সের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন। বুমরা নিশ্চিত ভাবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। তবে শামিকে টি-টোয়েন্টি দলে নেওয়া নিয়ে খুব একটা ভাবা হচ্ছে না। তাঁকে টেস্ট ম্যাচেই বেশি খেলানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।