লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিষ্ণুপুরের সাংসদ দাবি করেন তাঁর লোকসভা কেন্দ্র কাজের নিরিখে তিনি সফলতা পেয়েছেন। যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণ করতে পেরেছেন।
এরপর তিনি দাবি করেন ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে, এবং তিনি বিষ্ণুপুর লোকসভাকে সেরা কেন্দ্র হিসাবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন এদিন। সৌমিত্র খাঁ ফেসবুক লেখেন, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ভারতীয় রেল মানবদেহের রক্তের মতো, কখনো বেইমানি হতে পারে না। আমি সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর লোকসভায় যে সকল কাজগুলি করার জন্য ঘোষণা করেছিলাম একটু সময় লাগলেও সব করে দেখেয়েছি।
বিষ্ণুপুরের সাংসদ এদিন আরও লেখেন, ‘বিষ্ণুপুর লোকসভাবাসীর আবেদন ছিল হাওড়া-চক্রধরপুর ট্রেন স্টপেজ সেটিও আগামী ১৫ মে হাওড়া-চক্রধরপুর ট্রেন বিষ্ণুপুরে এবং পুরুলিয়া এক্সপ্রেস ওন্দাতে স্টপেজ দিবে। রেলদফতর থেকে আসা অর্ডার কপিটাও দেওয়া হল। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে।’