কোন দিকে এগোতে চলেছে রদ বদলের পরিণতি? একুশে বিধানসহ নির্বচনের হারের পর থেকে খারাপই যাচ্ছে বিজেপির সময়। এবার বিপাকে বিজেপি শিবির। এখনো বজায় রয়েছে ভাঙ্গা গড়ার খেলা। ফের দল বদল করল একঝাঁক বিজেপি কর্মী। ধস নামল বাংলার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার কেন্দ্রে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ৪০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কালচিনি ব্লকের মালংগি গ্রাম পঞ্চায়েতের প্রচুর বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার গেরুয়া শিবির আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্ষমতা দখল করলেও প্রত্যেকদিনই আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস শিবিরে নাম লেখাচ্ছেন। এমনকী আলিপুরদুয়ার জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর মতে, ‘আদিবাসী সমাজ সাংসদ জন বারলাকে প্রত্যাখ্যান করেছে।’ একুশের নির্বাচনের পর থেকেই এখানের সংগঠনের মাটি আলগা হতে শুরু করেছে এবং তা বজায় রয়েছে এখনো।