ফের সাফল্য পেলো কোচবিহারের বক্সিরহাট থানার পুলিশ। একটি চার চাকা গাড়ির গোপন চেম্বার থেকে ৩০ কেজি গাঁজা, বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। গাঁজা পাচারের অভিযোগে গাড়ি চালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অসম বাংলা সীমান্তের ৩১ নম্বর জাতীয় সড়কের ভাঙ্গা পাকরি নাকা পয়েন্ট থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা, বাজেয়াপ্ত হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুটিন অনুযায়ী নাকা চেকিং চলার সময় অসম থেকে বাংলায় প্রবেশের ক্ষেত্রে AS-19S4520 নম্বরে একটি চার চাকা গাড়িকে আটক করে কর্তব্যরত পুলিশকর্মীরা সেই গাড়িতে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। গাড়ির গোপন চেম্বার থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তুফানগঞ্জ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজা গুলি ওজন করা হয়। গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালক বিহারের বাসিন্দা “অরুন কুমারকে” গ্রেপ্তার করে পুলিশ।
ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে এনটি.পি.এস মামলা রুজু করেছে পুলিশ। গাঁজা গুলিকে অসম থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর মূলত অসম বাংলা সীমান্ত এছাড়াও উত্তর পূর্ব ভারত সীমান্ত গুলিকে মূলত করিডর হিসেবে ব্যবহার করে থাকে প্রচারকারীরা তবে পাচারকারীদের পদ্মা ফাঁস করতে আগামী দিনে এরকম অভিযান লাগাতার চালিয়ে যাবে বলে পুলিশ জানিয়েছে।