বড়সড় বিপত্তি পুরীর জগন্নাথ মন্দিরে

গতকাল পুজো চলাকালীনই মন্দির চত্বরে ঘটে গেলো বড়সড় বিপত্তি, আচমকাই দুর্ঘটনার কবলে পরে হাসপাতালে ভর্তি পুরীর জগন্নাথ মন্দিরেরই সেবাইত। পুরীর জগন্নাথ মন্দিরেরই মহাপ্রসাদের ভোগ মণ্ডপ থেকে মূল মণ্ডপে ভোগ এনে বিতর ণের সময় ঘটে বিপত্তি। মহাপ্রসাদের ভোগের গরম ডাল গায়ে পরে গিয়ে আহত হয়েছেন মন্দিরের দুইজন সেবাইত। এনারা মন্দিরে ভোগ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেন।

জানা গিয়েছে মন্দির চত্বরের মেঝেতে জল পড়েছিল। ভোগ নিয়ে যাওয়ার সময় এই দুইজনের পা পিছলে যায় মেঝের জলে। এরপর তারা পড়ে যান। সেই সময় গরম ভোগের ডাল তাদের গায়ে এসে পড়ে। এই দুইজনের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে পুরী সদর হাসপাতালে।

এই ঘটনায় অনেকে অভিযোগ তুলে বলেছেন, মন্দিরের ওই রাস্তাটি সারাদিন পিচ্ছিল থাকে। এর আগে বহু এই ধরনের ঘটনা ঘটেছে। বিশেষ করে যারা ভোগ বা প্রসাদ নিয়ে ওই রাস্তা দিয়ে যান তাদের সাথে এই দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মন্দির কর্তৃপক্ষ নিয়ম বদলায়নি। এমনকি ওই বিপদজনক পথটি রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ নেয়নি মন্দির কর্তৃপক্ষ।