বড়সড় ধাক্কা খেল এবার ফিরতে হল সিবিআইকে

ফের নাটকীয় মোড় নারদ মামলায়। বড় ধাক্কা খেল সিবিআই। নারদ মামলার শুনানি প্রত্যাহার হল সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালত থেকে এই মামলা প্রত্যাহার হয়ে ফিরে আসছে কলকাতা হাইকোর্টে৷ ফলে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই ফের এই মামলার শুনানি হবে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে শুরু হতেই একের পর এক প্রশ্নে জড়িয়ে যায় সিবিআই। শেষ পর্যন্ত পিছু হটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের গৃহবন্দি রাখার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই।

মঙ্গলবার বিচারপতি বিনীত সারন এবং বিচারপতি বি আর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু হয় শুনানি। মামলা সরানোর পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতের বেঞ্চ সাফ জানায়, ‘আমাদের মনে হয় না নিম্ন আদালতের বিচার ব্যবস্থা এতটা দুর্বল যে তাদের এভাবে প্রভাবিত করা যায়। প্রসঙ্গত, নারদ মামলায় চার অভিযুক্তকে গৃহবন্দি রাখার যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় সিবিআইয়ের আইনজীবীরা।