গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এমতাবস্থায় এবার সামনে এসেছে একটি বড় খবর।
জানা গিয়েছে যে, কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া শীঘ্রই ডেঙ্গুর ভ্যাকসিন আনতে চলেছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা এক বিবৃতিতে জানিয়েছেন, এটি এক বছরের মধ্যেই তৈরি করা হবে। যা ডেঙ্গুর জন্য কার্যকর হবে।
কোম্পানিটি শীঘ্রই ম্যালেরিয়ার একটি ভ্যাকসিনও লঞ্চ করবে। এই ভ্যাকসিনটি কেবল ভারতেই নয়, বরং আফ্রিকাতেও কার্যকরী ভুমিকা পালন করবে। এদিকে, সিরাম ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার পাশাপাশি ক্যান্সার নিয়েও গবেষণা করছেন। ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছেন তাঁরা।