বড় সুখবর দেশের সংক্রমনের সংখ্যায়

বড়সড় সুফল পাচ্ছে ভারত। একাধিক রাজ্যে লকডাউনের কড়া বিধিনিষেধ, টিকাকরণ বৃদ্ধি সাধারণ মানুষের সচেতনতা ফল মিলল জলদি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। মিলল অনেকটা স্বস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাও কমেছে। করোনা ৩ হাজার ৫১১ জনের প্রাণ কেড়েছে গত ২৪ ঘণ্টায়। দীর্ঘদিন বাদে দেশে দৈনিক মৃতের সংখ্যা নেমে এসেছে সাড়ে তিন হাজারের গণ্ডিতে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। শুধু তাই নয়, কেন্দ্র লাগাতার দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও বাড়াচ্ছে। যা করোনার সংক্রমণ বৃদ্ধির গতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা নিচ্ছে।