নিত্য যাত্রীদের জন্য বড় ঘোষণা করা হলো রেলের তরফে। বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। রেল পরিষেবা ব্যাহত থাকায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোটি কোটি মানুষকে। এই কারণে বারংবার উঠেছে বিক্ষবের সুর। এবার সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছে নিত্য যাত্রীরা। শিয়ালদহ বিভাগে এবার থেকে সাধারণ টিকিট কেটে ওঠা যাবে স্টাফ স্পেশ্যাল ট্রেনে। এবার থেকে ট্রেনে ওঠা যাবে দৈনিক টিকিটেও। শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় চালু হয়েছে এই নিয়ম। জরুরি প্রয়োজনে কেউ ওই টিকিট কেটে উঠতে পারবেন ট্রেনে। তবে কেন তিনি ট্রেনে চড়তে চাইছেন তার জবাবদিহি করতে হবে টিকিট কাউন্টারে। এই পরিষেবা পূর্ব রেলের শিয়ালদহ শাখায় পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। আপাতত শিয়ালদহ শাখায় এই পরিষেবা চালু করা হয়েছে৷ পরবর্তী ক্ষেত্রে অন্যান্য শাখাতেও তা চালু করা হবে৷
যদিও হাওড়া শাখায় পুরনো নিয়মই বহাল রয়েছে৷ হাওড়া বিভাগে এখনো স্টাফ স্পেশ্যালে চড়া যাচ্ছে শুধুমাত্র মাসিক টিকিট কেটেই। যা নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে যাত্রীদের একাংশের মধ্যে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেন। চারিদিকে এই পরিষেবা চালু করার জন্য বিক্ষোভ হওয়ার পরেও তিনি লোকাল ট্রেন চালানোর অনুমতি দেননি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখন ট্রেন চালু হলে দুনিয়ার লোকের কোভিড হবে, তাঁর দায় কে নেবে? তবে এবার লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি ভাবে চালু না হলেও, শিয়ালদহ শাখায় পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু হওয়ায় অনেক মানুষের সমস্যার সমাধান হবে বলে আশা ওয়াকিবহাল মহলের।