আসন্ন পূজার আগেই বড় খুশির খবর এল দেশবাসীর জন্য। চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। নিত্য যাত্রীদর কথা মাথায় রেখে একের পর একগুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় রেলের তরফে।
তথ্য অনুযায়ী, বন্দে ভারতের স্লিপার ভার্সান এবং বন্দে মেট্রোর পাশাপাশি এবার ভারতীয় রেল এই ফ্ল্যাগশিপ ট্রেনের একটি নতুন ধরণের নন-এসি ট্রেন সামনে আনতে চলেছে। শুধু তাই নয়, বন্দে ভারত নন-এসি এক্সপ্রেস হবে প্রথম “পুশ-পুল ট্রেন”। যেটি এই বছরের অক্টোবরের মধ্যে চালু হবে।
প্রসঙ্গত, পুশ-পুল বন্দে ভারত ট্রেনে দু’টি লোকোমোটিভ সহ ২২ টি কোচ থাকবে। উভয় পাশে একটি করে থাকবে লোকোমোটিভ। এই ট্রেনগুলি প্রায় ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে স্লিপার এবং দ্বিতীয় শ্রেণির ক্যাটাগরি থাকবে।