ঘোষিত হয়েছে রাজ্যের উপনির্বাচনের৷ এরই মাঝে বড়ো ঘোষণা রাজ্যের শাসক শিবিরের৷ রাজ্যসভায় সাংসদ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করল ঘাসফুল শিবির৷ মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে জোড়াফুলের প্রার্থী হলেন সুস্মিতা দেব। জহর সরকারের পর সুস্মিতা দেবই নয়া চমক। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন মানস ভুঁইয়া৷ ১০ মে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন৷ মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে তাঁকে প্রার্থী করা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
শিলচরের মেয়ের উপর ভরসা রেখে কংগ্রেস–বিজেপি দু’পক্ষকেই বার্তা দিল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে। টুইট করে এ কথা জানিয়েছে দল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার ভোট। সুস্মিতা দেব বলেছেন, ‘‘আদর্শ নিয়ে সংসদে সোচ্চার হওয়া আমার লক্ষ্য হবে। দিদিকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’’ ক’দিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা। শিলচরের পাশাপাশি ত্রিপুরায় সুস্মিতাকে সামনে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে তৃণমূল। তৃণমূলে যোগ দিয়ে দায়িত্ব পেয়েছিলেন উত্তর-পূর্বের জনপ্রিয় কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এবার পাচ্ছেন পদও। তৃণমূলে গুরুত্ব আরও বাড়ল সুস্মিতা দেবের।