দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। এই প্রকল্পে ৮ থেকে ১৯ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের জন্য।
কেন্দ্রীয় নিচু বা মাঝামাঝি পর্যায়ের যে সকল আধিকারিকদের জন্য আবাস প্রকল্প তৈরি করা হবে তাদের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বরাদ্দ বাসস্থানের জায়গা অপরিবর্তিত থাকবে ডেপুটি সচিব, ডিরেক্ট, জয়েন্ট সেক্রেটারি বা সচিব স্তরের কর্মীদের জন্য।
এর অর্থ, এবার থেকে কেন্দ্রীয় সরকারের নিচু ও মাঝারি আধিকারিকদের জন্য বরাদ্দ বাসস্থান অনেকটাই বৃদ্ধি পাবে। বাড়ির জন্য বরাদ্দ এলাকার বৃদ্ধি ১১ বছর পর করা হল। কেন্দ্রর দাবি, সরকারি কর্মচারীদের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে সপ্তম পে কমিশন চালু হওয়ার পর।