বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। আধার কার্ড এবার থেকে আর ব্যবহার করা যাবে না জন্মের নথি বা জন্ম প্রমাণপত্র হিসাবে। UIDAI এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জানাচ্ছে, একজন ব্যক্তির পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। তবে আধার কার্ডে উল্লেখিত জন্ম তারিখ কোনও ভাবেই ওই ব্যক্তির জন্ম প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয়।
EPFO-তে জন্ম প্রমান পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার ঘিরে সম্প্রতি তৈরি হয়েছিল তীব্র জটিলতা। বহু মানুষ জন্মের প্রমাণপত্র হিসাবে EPFO-তে জমা দিয়েছেন আধার কার্ড। শ্রম মন্ত্রকের পক্ষ থেকে তাতে ছাড়পত্রও দেওয়া হয়।
এছাড়াও জন্মের প্রমাণপত্র হিসাবে বিভিন্ন ব্যাংকের কেওয়াইসি-তেও আধার গ্রহণ করা হয়। ইপিএফও-কে আধার কর্তৃপক্ষ জানিয়েছে এক ব্যক্তির পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করা হলেও, জন্ম নথি হিসাবে তা ব্যবহার করা যাবে না।