বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে। বর্তমান সময়ে দাঁড়িয়ে । খবরের আপডেট থেকে শুরু করে খেলাধূলা, এমনকি সিরিয়াল-ওয়েব সিরিজ-সিনেমা, বিশ্বের বিভিন্ন প্রান্তে কোথায় কি হচ্ছে সমস্ত কিছুই মুহূর্তের মধ্যে জানিয়ে দেয় মোবাইল। এমতাবস্থায়, ডাইরেক্ট টু হোম অর্থাৎ DTH-এর ব্যবহার এখন অনেকটা হ্রাস পেয়েছে।

এর কারণ হল ওটিটি চ্যানেল। এমন পরিস্থিতিতে, সরকার সরাসরি মোবাইলে লাইভ DTH চ্যানেলের অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করছে। পাশাপাশি, এর জন্য আপনাকে আলাদা DTH বক্স ইনস্টল করতে হবে না। অর্থাৎ, সেক্ষেত্রে চ্যানেলগুলি ডাইরেক্ট টু মোবাইলের (D2M) ভিত্তিতে দেখা যাবে।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে কাজ করা প্ল্যাটফর্ম টেলিকমিউনিকেশন বিভাগ আইআইটি কানপুরের সহযোগিতায় একটি পরিকল্পনা তৈরি করছে। যার মধ্যে সরাসরি DTH টিভি চ্যানেল মোবাইলে সম্প্রচার করার বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে।