করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। তাই এই কঠিন পরিস্থিতিতে, চলতি বছরে দীর্ঘদিন বন্ধ রাখার পর দ্বিতীয়বারের মত সমস্ত কোভিড প্রোটোকল মেনেই শুরু হল পুজো। খুলে দেওয়া হল দেশের বিখ্যাত চারটি ধাম । খোলা হল কেদারনাথ মন্দিরের দরজাও। তবে এখনই মন্দিরে যেতে পারবেন না ভক্তরা। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। উত্তরাখণ্ডের এই চারটি ধাম একত্রে ছোট চারধাম নামে পরিচিত। চারধামের চারটি মন্দিরের দরজাই খুলে দেওয়া হয়েছে যাবতীয় আচার রীত মেনে। তবে করোনা সতর্কতা হিসেবে চারধাম যাত্রার অনুমতি দেওয়া হয়নি। অনলাইনে দর্শনের ব্যবস্থা করা হয়। শীতকাল আসার আগে ফের বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। না। এদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ১৫ জুন পর্যন্ত বন্ধ রাখা হল পুরীর জগন্নাথ মন্দির।