রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। চারিদিকে গুলির শব্দ, চলল দেদার বোমাবাজি। আইএসএফ-এর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।
অভিযোগ, মনোনয়নপত্র জমা করতে গেলে আইএসএফ-কে বাধা দেয় তৃণমূল কর্মীরা। কোথায় ১৪৪ ধারা! সবকিছু উপেক্ষা করে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষ রুখতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাস।
তবে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। জখম হন কয়েক জন পুলিশকর্মী।প্রথমদিকে উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ কিছুটা পিছলেও পরে আস্তে আস্তে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।