করোনা সংক্রমন অনেকটাই স্বাভাবিক হতে দু’বছর পর সাড়ম্বরে শুরু হলো ভারত সেবাশ্রমের বাসন্তী পূজার উৎসব। বৃহস্পতিবার মহাষষ্ঠীর দিন ভারত সেবাশ্রমের এই বাসন্তী পূজা শুরুর প্রাক্কালে প্রভাতফেরী মাধ্যমে শুভ সূচনা করা হয় । পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে ভারত সেবাশ্রমটি । সেখানেই এবছর চারদিন ধরে ধুমধাম করে পালিত হবে বাসন্তী পূজা উৎসব।
মহানবমীতে মহাযজ্ঞ এবং নরনারায়ণ সেবারও আয়োজন করে থাকে ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ । পাশাপাশি পুজোর কটা দিন বহু গরিব মানুষদের বস্ত্র বিলি এবং আহারের ব্যবস্থা করা হয় ভারত সেবাশ্রমের পক্ষ থেকে। মহা ষষ্ঠীর দিন অনেক ভক্তেরাই দীক্ষা গ্রহণ করেন ভারত সেবাশ্রমের গুরুদেবের কাছ থেকে। তার আগে এদিন সকালে সাহাপুর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ঢাকঢোল বাজিয়ে এই পুজোর শুরু হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে এই আশ্রমে। বাসন্তী পুজোকে ঘিরে পাঁচ দিন ধরে ভারত সেবাশ্রম সংঘ চত্বরে মেলাও বসে । যেখানে সাধারন মানুষেরা ভিড় জমান। সুষ্ঠুভাবে বাসন্তী পূজার উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন।