মুখ্যমন্ত্রীর নির্দেশে উঠে গেলো নিষেধাজ্ঞা

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। কোন দপ্তরের কাজের অগ্রগতি কেমন, তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে রিপোর্ট কার্ড।

রাজ্য জুড়ে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে।’ মা উড়ালপুলের বাইক চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে শর্ত বেঁধে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেধে দিতে হবে। কেউ যাতে গাড়ি ঘোরাতে না পারেন তার জন্য দরকার হলে ফাঁকা জায়গা ব্লক করতে হবে।’ জানা যাচ্ছে, বাইক চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বাইকের গতিবেগ নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিধি ভঙ্গ করলেই খসবে জরিমানা।