নিষেধাজ্ঞা এলো হাইকোর্টের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আদালতের নিযুক্ত বিশেষ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত শহরের কোনও ট্রামলাইন বন্ধ করা যাবে না।

ঐতিহ্যবাহী ট্রাম বাঁচিয়ে রাখার স্বার্থে প্রধান বিচারপতি বলেন, “ট্রামগুলোর যা অবস্থা তাতে তিন কোটি টাকার বেশি লাগবে না। আন্তর্জাতিক মানের করতে সুরক্ষা দিতে এই পরিমাণ টাকাই মাত্র প্রয়োজন।” ট্রাম নিয়ে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যকে বলেন বিচারপতি।

গত বছর শেষের দিকে গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা জানায় রাজ্য সরকার। ট্রাম সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানাল, ট্রামলাইন অপসারণ বা বন্ধের বিষয়ে রাজ্যকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। কলকাতার ঐতিহ্য রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের, বলল হাইকোর্ট। দুই সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।