অবশেষে জলের স্রোতে ভেসে গেল শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন নদীর ডাইভার্সান সেতু। এই সেতু দিয়ে যাতায়াত সম্পুর্ন বন্ধ হয়ে গেল। পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিতে প্রায় প্রতিদিনই এই ডাইভার্সান সেতুটির সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতি করে পুনরায় এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরুও হয়। কিন্তু গত রাতের প্রবল বর্ষনে বালাসন নদীর জল ফুলেফেঁপে উঠে ভয়ঙ্কর আকার ধারণ করে।
তাতেই হিউম পাইপের ওপর তৈরী ডাইভার্সান সেতুটির ওপরের পিচের পারদ সম্পুর্ন ভেসে যায়। বেশ কিছু হিউম পাইপও সরে যায় জলের স্রোতে। ফলে এই সেতু দিয়ে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেল। গাড়িগুলিকে ঘুর পথ ধরে চলাচল করতে হচ্ছে।