বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বহু প্রচেষ্টার পর সম্প্রতি ইডির মামলায় জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
এদিকে নিম্ন আদালত মারফত আরেক তদন্তকারী সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করতে পারে সেই আশঙ্কা থেকেই আগেভাগে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের যাবেন জানান কালীঘাটের কাকু। তবে সেই আবেদনে আমল দেয়নি কলকাতা হাইকোর্ট।
সুজয়কৃষ্ণ তরফে নিম্ন আদালতের প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও হাইকোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। উল্টে কেন তাকে আগাম জামিন দেওয়া হবে সেই মর্মে একাধিক প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ।