চা বাগানের ড্রেনে পড়ে মারা গেল হাতির বাচ্চা

পরে আছে শাবকের মৃতদেহ, ক্ষোভে ফুঁসছে মা, উদ্ধার করতে এলাকায় পুলিশ সহ বন বিভাগ, অপেক্ষা করা ছাড়াউপায় নেই জানালেন বনাধিকারিক। বানার হাট ব্লকের কারবালা চা বাগানের ১২৪ নম্বর সেকশনে নালায় পড়ে মৃত্যু হল একটি হস্তী শাবকের। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। নালার থেকে আপ্রাণ তোলার চেষ্টা মা হাতির। তবে মা হাতি তার শাবককে তুলতে ব্যর্থ হয়। শেষমেষ সমস্ত রাগ গেয়ে পড়ে বন দপ্তরের গাড়ির উপর।

সে গাড়ি ভাঙচুর করে মা হাতি। আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। রীতিমতো তান্ডব শুরু করেছে মা হাতি। ঘটনাস্থলে বনকর্মীরা সেই সাথে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে এসেছে বিন্নাগুরি বন্যপ্রাণ শাখার কর্মীরা পাশাপাশি বানারহাট রেঞ্জের কর্মীরা। হস্তি শাবকের দেহ উদ্ধারের চেষ্টায় বন কর্মীরা।

মা হাতি পাশে থাকায় বনকর্মীরা সেই শাবকের দেহের সামনে যেতে পারছে না। অপরদিকে ঘটনা প্রসঙ্গে এডিফও গরু মারা ওয়াইল্ড লাইফ রাজীব দে জানান, শাবকের মৃতদেহ আগলে রেখেছে মা হাতিটি , বন বিভাগের গাড়িতেও আঘাত করছে, এমন অবস্থায় মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।