লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জোড়ালো হচ্ছে মহাজোটের সম্ভাবনা। পটনায় বিরোধী দলগুলির একটি বৈঠকের ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। কর্নাটক ভোটের পর ১৭ বা ১৮ মে পটনায় এই বৈঠক হতে পারে। মুর্শিদাবাদে ধুলিয়ানের মঞ্চ থেকে আরও একবার বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মমতা।
ইতিমধ্যে ‘ইউনাইটেড সামিট’ নাম দিয়ে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো শুরু হয়ে গিয়েছে। জেডিইউ নেতা দেবেশচন্দ্র ঠাকুর এই বৈঠকের আমন্ত্রণ নিয়ে এনসিপি নেতা শরদ পওয়ার ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া এই বৈঠকে উপস্থিত থাকতে পারে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল, সপা প্রধান অখিলেশ যাদব, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।
হাজির থাকতে পারে সিপিএমও। এছাড়া সিপিআইয়ের ডি রাজার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেডিইউ-এর ডাকে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যে ভাবে বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যে ‘কোণঠাসা’ করেছে তৃণমূল তা বিরোধী রাজনীতিতে উদাহরণ যোগ্য বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।