আগামী কদিনে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বদলাতে থাকা এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও এক ঘূর্ণাবর্তের তৈরি হয়েছে পড়শি রাজ্য বিহারে।

এই সাইক্লোনিক সার্কুলেশনটি উত্তর প্রদেশ ও বিহারের উপর দিয়ে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে। অন্যদিকে হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা দিয়ে যে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা আগামী সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত একই অবস্থানে থাকবে।

এই দুইয়ের জোড়া দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ প্রায় রাজ্যের সমস্ত জেলাতেই কম-বেশি ঝড়- বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ তারিখ পর্যন্ত হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সেসব এলাকায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।