দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে কম-বেশি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আবার পশ্চিমী ঝঞ্ঝা।

উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে মাঝে মধ্যেই দুপুরের দিকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ দেখা যাচ্ছে। যদিও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। তবে জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিতে হাওড়ায় ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান সামান্য বাড়তে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।