আবার শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

ভারতের সবচেয়ে বড় উৎসব অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৩ আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। প্রাইম মেম্বাররা ২৪ ঘণ্টা আগেই এতে যোগ দিতে পারবেন। সেল চলাকালীন, গ্রাহকরা দুর্দান্ত ডিল, বিগ সেভিংস, ব্লকবাস্টার এন্টারটেনমেন্ট এবং অ্যামাজনের (Amazon.in) বিভিন্ন ক্যাটাগরিতে ৫,০০০টিরও বেশি নতুন পণ্য লঞ্চের সুযোগ নিয়ে উৎসবের মরসুম উদযাপন করতে পারবেন। অ্যামাজন জিআইএফ ২০২৩ চলাকালীন, গ্রাহকরা খ্যাতনামা ব্র্যান্ডগুলির কাছ থেকে দুর্দান্ত অফার পাবেন।

গ্রাহকরা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলাকালীন অ্যামাজন পে ওয়ালেটে ১০০০ টাকা জেতার সুযোগ পাবেন এবং কেনাকাটা করতে পারবেন। এই অফারের সুযোগ নিতে হলে তাদের যা করতে হবে তা হ’ল কোনও বিল প্রদান করা বা তাদের মোবাইল বা ডিটিএইচ রিচার্জ করা। ‘এভ্রিওয়ান ক্যান ফ্লাই’ ট্রাভেল স্টোরের মাধ্যমে গ্রাহকরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটে ২৫ শতাংশ এবং হোটেলে ৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়াও, উৎসবের কেনাকাটাকে আরও সহজ ও ফলপ্রসূ করার জন্য, অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের জন্য আবেদনকারী গ্রাহকরা স্বাগত অফার হিসাবে ২,৫০০ টাকা পর্যন্ত পুরস্কার ও পেমেন্ট বা কেনাকাটা করার সময় ৫% আনলিমিটেড ব্যাক পেতে পারেন এবং অ্যামাজন পে লেটারের মাধ্যমে গ্রাহকরা ১ লক্ষ টাকা পর্যন্ত তাত্ক্ষণিক ক্রেডিট পেতে পারেন। ক্রেডিট কার্ড, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড, অ্যামাজন পে লেটার, বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডের ক্ষেত্রে নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে এবং যারা তাদের প্রিয়জনকে অ্যামাজন পে গিফট কার্ড উপহার দেবেন তারা প্রতিটি কেনাকাটায় ১০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ক্যাশব্যাক রিওয়ার্ডস-সহ কেনাকাটায় গ্রাহকরা ৭,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আকর্ষণীয় শপিং রিওয়ার্ডস পেতে হলে কেবল দৈনিক পেমেন্ট বা কেনাকাটা করতে হবে অ্যামাজনে। প্রাপ্ত অর্থ সেল চলাকালীন রিডীম করা যাবে।

এবারের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে গ্রাহকরা সমস্ত অ্যান্ড্রয়েড ৫জি স্মার্টফোনে ন্যূনতম ৩ মাসের নো কস্ট ইএমআই উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এই উত্সবের মরসুমে আকর্ষণীয় ডিল ও ডিসকাউন্ট অফার থেকে নামী ব্র্যান্ডগুলি-সহ ইন্ডিয়ান স্মল বিজনেসেস-এর ইউনিক প্রোডাক্টগুলিতে আকর্ষণীয় ডিলের সুযোগ পেতে পারেন।অ্যামাজন বিজনেসের ব্যবসায়িক গ্রাহকরা জিএসটি ইনভয়েসে অতিরিক্ত ২৮% বাঁচাতে পারবেন এবং ৪০% বেশি সাশ্রয় করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির ১৫,০০০টিরও বেশি প্রোডাক্টের বাল্ক ক্রয়ে, যেমন সেরা ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ ও মনিটর, অ্যাপ্লায়েন্সেস, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, অফিস চেয়ার, সিকিউরিটি ক্যামেরা, টুলস ও ইনস্ট্রুমেন্টস।