নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় একের পর এক ‘সুখবর’ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার এক ধাক্কায় ৭০০০ টাকা ভাতা বাড়াল রাজ্য সরকার। ঘোষণা হতেই মুখে হাসি ফুটেছে অনেকের।
সম্প্রতি স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানো হয়েছে। এতদিন অবধি তাঁরা মাসিক ১০,১৯০ টাকা করে পেতেন। তবে এবার এক ধাক্কায় ভাতার পরিমাণ অনেকখানি বাড়িয়ে দেওয়া হল। অভিজ্ঞতার ভিত্তিতে নূন্যতম ভাতা কাঠামোর ধাপে ধাপে বদল হল। টাকার হিসেবে যদি বলা হয়, তাহলে কোনও কর্মী যদি একটানা ৫ বছর কাজ করেন, তাহলে তিনি নূন্যতম ২১,০০০ টাকা মাইনে পাবেন। একইরকমভাবে কেউ ১০ বছর করলে, তাঁর নূন্যতম বেতন হবে ২৬,০০০ টাকা। আবার যদি কেউ ১৫ বছর ধরে কাজ করে থাকেন তাহলে তিনি ৩২,০০০ টাকা মাইনে পাবেন। দু’দশক ধরে কাজ করলে নূন্যতম বেতন মিলবে ৩৯,০০০ টাকা।