রাজ্যের বরাদ্দ টাকা বাতিল হল কেন্দ্র তরফে

আবার সংঘাত কেন্দ্র-রাজ্যের মধ্যে। গত কয়েক বছর ধরেই ডেঙ্গি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু বাংলায়। সেই ডেঙ্গি মোকাবিলায় মিলল না বরাদ্দ৷ ডেঙ্গি নিয়ন্ত্রণে যে টাকা দিল্লি বরাদ্দ করে রাজ্যগুলিকে, আচমকাই তা বাংলার জন্য বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ বন্ধ করল কেন্দ্রীয় সরকার৷ ২০১৮ সাল থেকে রাজ্য সরকার ডেঙ্গি, চিকনগুনিয়া নিয়ে তথ্য দেয়নি, দাবি কেন্দ্রের৷ পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে দেওয়ায় ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচি বিরাট ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই বৈষম্যমূলক আচরণ ও বঞ্চনার অভিযোগ উঠছে দিল্লির বিরুদ্ধে।

২০১৭ সালে ডেঙ্গির প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেবে না৷ স্বাস্থ্য মিশনের নানা প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে রাজ্যকে প্রতি বছরেই টাকা চেয়ে প্রস্তাব পাঠাতে হয়। সেই টাকাই মঞ্জুর করে কেন্দ্র। কিন্তু চলতি আর্থিক বছরের জন্য ডেঙ্গি ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের দু’টি খাতে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে। ২০১৫-র পর ২০১৬ ও ২০১৭-তে লাফিয়ে অনেকটাই বেড়ে গিয়েছিল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।