বরাদ্দ হল কোটি টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই আবহে এই ইসুতেই বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের তোয়াক্কা না করে নিজের বলেই কোটি কোটি টাকা খরচ করে পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। রাজ্যের কোষাগারই টানছে সেই প্রকল্প। এদিকে বাংলায় কেন্দ্রীয় সরকার যে রাস্তা তৈরি করেছে সেসবেরও এখন বেহাল দশা। এবার সেসব রাস্তার প্রাণ ফেরাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় অর্থ সাহায্যে যে রাস্তায় বাংলায় তৈরি হয়েছে সেসব মেরামত করা প্রয়োজন। তবে একপ্রকার হাত তুলে নিয়েছে কেন্দ্র। তাই সেসব রাস্তা মেরামতির জন্য রাজ্য সরকারই টাকা বরাদ্দ করল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৬০ শতাংশ টাকা কেন্দ্র সরকার আর বাকি টাকা দেয় রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ফলক লাগানো বাধ্যতামূলক।