ঘুরতে যাওয়ায় লাগাম দিতে কড়া পদক্ষেপ প্রশাসনের

ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তাই রাজ্যে চলছে বিধিনিষেধের নিয়ম কানুন। এই পরিস্থিতিতেই লাগামছাড়া ভাবে ঘুরতে যাচ্ছে মানুষ। এবার এই ক্ষেত্রে লাগাম পরাতে এবং বাড়তে থাকা করোনা পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের সৈকতে দিঘা, মন্দারমণি ও তাজপুর বেড়াতে গেলে এবার থেকে লাগবে করোনা রিপোর্ট। নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। জেলায় নতুন করে করোনা সংক্রমণ রুখতে এই নির্দেশিকা জারি করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।

নির্দেশিকায় পর্যটকদের কোভিড টেস্টের রিপোর্ট অথবা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। টিকার দুটি ডোজ সম্পূর্ণ হলে তবেই হোটেলে থাকার অনুমতি মিলবে। এর পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলের ভিতর কড়াভাবে মানতে হবে কোভিড বিধি। সেখানে বিধিনিষেধ পালন যেমন পর্যটকদের দায়িত্ব, একইভাবে পর্যটকরা নিয়ম মেনে চলছেন কিনা তা দেখা হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব। ওই নির্দেশিকাতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে হোটেলগুলিকেও নির্দেশিকা পাঠিয়েছে পুলিশ।

করোনা পরিস্থিতির উন্নতি হতেই পর্যটকদের ভিড় বাড়ছে বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিতে। ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুরের সৈকতগুলিও। দিঘা, মন্দারমণি, শংকরপুরে প্রতিদিন হাজির হচ্ছেন শয়ে শয়ে মানুষ হাজির হচ্ছেন। মানা হচ্ছে না করোনাবিধি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে জেলা প্রশাসন।