মা হতে চান অভিনেত্রী

সম্পর্কের টানা পোড়েনের মাঝেই মা হওয়ার বার্তা এল অভিনেত্রীর। অভিনেত্রী, সাংসদ এবার এক নতুন জীবনে পা রাখতে চান অভিনেত্রী। এক নতুন পরিবর্তন চান তার জীবনে। ২০১১ সালের ৩ জুন, এই দিনেই রুপোলি পর্দার হাত ধরে পথ চলা শুরু অভিনেত্রী নুসরত জাহানের। এখন তিনি টলিউডের সফল অভিনেত্রীর পাশাপাশি বসিরহাটের সাংসদ। গত কয়েক মাস ধরেই তারকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েনের শেষ নেই। নিখিল জৈনের সঙ্গে দাম্পত্য সম্পর্কে চিড়, যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠতা উঠে এসেছে সংবাদ শিরোনামে। এরপর একজন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি।

সুখবর পেতে এখনো কিছু মাসের অপেক্ষা। যদিও এখনই এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চান নুসরত জাহান। এখন নুসরত এবং তাঁর স্বামী নিখিল জৈন একসঙ্গে থাকেননা, ব্যক্তিগত কারণে আলাদা হয়ে গিয়েছেন। নিখিল জৈনের সঙ্গে ২০১৯-এর জুন মাসেই বিয়ের পিঁড়িতে বসেন নুসরত। বছর ঘুরতে না ঘুরতেই সুখের সংসার ভাঙন। গত ডিসেম্বর থেকেই আলাদা নুসরত-নিখিল।