স্বামীর ঘর ছেড়ে বেরনোর সিদ্ধান্ত অভিনেত্রীর

পর্ন কাণ্ডে খবরের শিরোনামে জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। সম্প্রতি পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা। উঠে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল বলিউড অভিনেত্রী। পর্ন কাণ্ডে জড়িত স্বামীর সঙ্গে আর থাকতে চান না অভিনেত্রী। তাই সন্তানদের নিয়ে রাজ কুন্দ্রার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। রাজ কুন্দ্রার গ্রেপ্তারির জেরে শিল্পাকেও কম ঝামেলা পোহাতে হয়নি। তাঁর ও রাজের বাড়িতে-অফিসে একাধিক তল্লাশি চালিয়েছেন তদন্তকারী অফিসাররা। বাড়িতে তল্লাশি চলাকালীনই নাকি স্বামী রাজ কুন্দ্রার উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পা। শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা নাকি জবাবদিহি করতে হয়েছে অভিনেত্রীকে। সেই সময় ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’ থেকেও বিরতি নিতে হয়েছিল।

২০০৯ সালে রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন শিল্পা। ২০১২ সালের ২১ মে তাঁদের প্রথম সন্তান বিহানের জন্ম হয়। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয়। দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন শিল্পা। বেশ কিছুদিন হাজতে থাকার পর জামিনে ছাড়া পান রাজ। কিন্তু বি-টাউনে জোর গুঞ্জন, স্বামীর সঙ্গে আর থাকতে চান না শিল্পা। এমনকী, বিহান ও সমিশাকেও রাজের থেকে দূরে রাখতে চান। সেই কারণেই স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেত্রী।