এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি৷ রয়েছেন সিবিআই-এর হেফাজতে৷ এবার সিবিআই-এর আতস কাঁচে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানি৷
গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার দুটি কোম্পানির নাম সিবিআই-এর হাতে এসেছে৷ তার মধ্যে একটি কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার অনুব্রত মণ্ডল। নথি অনুযায়ী, একটি অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির ২৫ শতাংশ শেয়ার রয়েছে অনুব্রত মণ্ডলের নামে৷ বাকি ৭৫ শতাংশ শেয়ারের মালিক তাঁর মেয়ে সুকন্যা৷
এই সংস্থার পাশাপাশি একাধিক রাইস মিলেরও হদিশ পেয়েছে সিবিআই। ‘ভোলে বোম’ সহ তিন থেকে চারটি রাইস মিল রয়েছে এই তালিকায়৷ তদন্তকারী আধিকারিকরা অনুমান, গরুপাচার চক্র থেকে আসা একটা বড় অঙ্কের টাকা এই ধরনের ব্যবসায় বিনিয়োগ করতেন অনুব্রত। সেই সংক্রান্ত তথ্য প্রমাণও এসেছে তাঁদের হাতে৷
সিবিআই সূত্রের খবর, ২০১৭ সালে অনুব্রত মণ্ডলের স্ত্রী ও মেয়ে এই কোম্পানির ডিরেক্টর পদে বসেন৷ সেই সময় ওই কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ হাজার টাকা। ২০২২ সালের মধ্যে ওই কোম্পানির সম্পত্তি কয়েকগুণ বেড়ে যায়৷ অভিযোগ, এক-এক বছরে চার থেকে ছ’কোটি টাকার সম্পত্তি বাড়ে।
সিবিআই জানতে পারে, কোনও এক অজ্ঞাত স্থান থেকে এই কোম্পানি ঋণ নিচ্ছে। তদন্তের পর সিবিআই-এর অনুমান, গরুপাচারের টাকাই ঋণ হিসাবে ঢালা হত এই সংস্থায়৷