চিন্তা ধরাচ্ছে অ্যাকটিভ কেস

বেড়েই চলেছিল দেশের সংক্রমনের সংখ্যা। এবার দেশের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে সামান্য স্বস্তি। টানা দুই সপ্তাহ ধরে লাগাতার দৈনিক আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ার পরে কিছুটা কমল সংক্রমণ। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিন জানান দিচ্ছে, বেশ কিছুটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা। এক ধাক্কায় প্রায় ৯ শতাংশ কমেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৩২৪ জন।

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও এদিনও কমেনি পজিটিভিটি রেট এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা। রবি সকালের করোনা বুলেটিনে জানানো হয়েছে দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ইতিমধ্যেই ১৯ হাজার পার করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০৮ জন অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ায় এই মুহূর্তে দেশে মোট অ্যাক্টিভ  কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৯০২। আর এটাই হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে চিকিৎসকদের মাথা ব্যথার সবথেকে বড় কারন। চলতি সপ্তাহের করোনা বুলেটিনে উপর নজর রাখলে দেখা যাবে প্রায় প্রত্যেক দিনই এই একইভাবে কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেশে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা।

অন্যদিকে এদিন কিছুটা কমেছে মৃতের সংখ্যা। রিপোর্ট বলছে একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন, যা আগের দিনের থেকে সামান্য কম। মৃতের সংখ্যার শীর্ষে এখনও দক্ষিণের রাজ্য কেরলেরই অবস্থান। গত ২৪ ঘন্টায় কেরলে ৩৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কর্নাটকে করোনায় মৃতের সংখ্যা ২ এবং মহারাষ্ট্র ও দিল্লিতে একজন করে করোনায় আক্রান্ত হয়ে প্রান হারিয়েছেন।

তবে আগের থেকে বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮৭৬ জন। অন্যদিকে এই ভাইরাসের হাত ধরে যাতে আরও বড় কোনও সংকটের মুখোমুখি না হয় দেশ তার জন্য জোর কদমে চলছে বুস্টার ডোজ দেওয়ার কাজ। সেইসঙ্গে ১৮-এর থেকে কম বয়স যাদের তাঁদের টিকাকরণের ব্যাপারেও যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে সরকার।