নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই বারের পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হন নির্দল হিসাবে। ব্যক্তিগত ক্যারিশ্মায় জিতেও গেলেন তিনি। এবার দিনহাটার সেই নির্দল প্রার্থী নার্জিনা বিবি যোগ দিলেন আম আদমি পার্টিতে।
পশ্চিমবঙ্গে আপ-র এক কর্মকর্তা বলেন, ‘আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল যে আদর্শকে অনুসরণ করেন, সেই আদর্শকে সামনে রেখেই এবার সারা পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে। আজ নার্জিনা বিবি আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁকে সামনে রেখেই আমরা নতুন লড়াই শুরু করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশের বেশি মানুষ মারা গেছেন। এক মানুষের মৃত্যুও আমাদের কাছে যন্ত্রণার। তাই এই নির্বাচন থেকে আমরা নিজেদের দূরে রেখেছি।’