কালিম্পংয়ের পাহাড়ে শুরু হলো প্রকৃতি পাঠের অ্যাডভেঞ্চার ক্যাম্প

কালিম্পং জেলার পাহাড়ি এলাকা সামসিং ফারি মাঠে শুক্রবার থেকে শুরু হলো মালবাজার মাউন্টেন ট্রেকারস ফাউন্ডেশন এর নবমতম প্রকৃতি পাঠ অ্যাডভেঞ্চার শিবির। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ৬৫ জন  ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। ৪ দিন ব্যাপী এই শিবিরে ছেলে মেয়েদের স্বনির্ভর করার পাশাপাশি প্রকৃতির বিভিন্ন গাছপালা ,পশুপাখির সাথেও পরিচয় করানো হবে।

রিভার ক্রসিং, রক ক্লাইম্বিং সহ বিভিন্ন রেসকিউ কিভাবে করতে হয় সেই বিষয়েও শেখানো হবে।এদিন জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে শিবিরের সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জার সুখদেব রায়, ললিত কুমার ঠাকুর, পঞ্চায়েত সমিতির সদস্য সেভোলমা শেরপা, সমাজসেবী কিশোর থাপা সহ অন্যান্যরা।

মালবাজার মাউন্টেন ট্রেকারস ফাউন্ডেশন এর সম্পাদক স্বরূপ মৈত্র বলেন, সকলের সহযোগিতায় ৯ বছর ধরে  এই শিবির করা হচ্ছে। শিবিরের মূল উদ্দেশ্য হলো ছেলেমেয়েদের স্বনির্ভর করা পাশাপাশি প্রকৃতির গাছপালা, পশুপাখি সহ নানান জিনিসের সাথে তাদের পরিচয় করানো হবে। সব মিলিয়ে প্রায় ১১০ জন শিবিরে অংশগ্রহণ করছে।