শুক্রবার থেকে উত্তর ২৪ পরগণা জেলায় শুরু হল ৬৯ তম বাণীপুর লোক উৎসব

শুক্রবার থেকে শুরু হল উত্তর ২৪ পরগণা জেলার ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব ও মেলা। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। নয় দিনের এই মেলার উদ্বোধন করেন পটচিত্রশিল্পী কল্পনা চিত্রকর এছাড়া ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। মেলায় নজরদারি চালানোর জন্য বাড়তি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে।