আগামী ৭ ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হতে চলেছে ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে আয়োজিত হয়েছে এই বইমেলা। তার আগে ৬ ডিসেম্বর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান মেয়র গৌতম দেব।
মেয়র আরও জানান, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী তথা পর্দার একেন বাবু এবং বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার। গতবারের তুলনায় এই বছর বইমেলায় অংশগ্রহণে প্রকাশনীর সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারে প্রায় ৯৪ টি প্রকাশনী এই বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে। এছাড়াও কয়েকটি নতুন প্রকাশনীও এই বইমেলায় অংশগ্রহণ করবে।