উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৩৩তম বোর্ড মিটিং সম্পন্ন হলো হলো কলকাতার কসবা ভবনে

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৩৩ তম বোর্ড মিটিং সম্পন্ন হলো হলো কলকাতার কসবা ভবনে।এই সভার পৌরহিত্য করেন এনবিএস টিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
এদিন এই বিভিন্ন বিষয় নিয়ে এই সভায় আলোচনা হয়।কর্মীনিয়োগ, নতুন গাড়ি কেনা, বিকল্প আয়ের রূপরেখা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সিকিউরিটি ও লেবারদের মাসিক ৫০০ টাকা করে সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে করা হয়েছে বলে জানা গিযেছে।এইদিন এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, সচিব সৌমিত্র মোহন, পরিবহন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী দিলীপ মন্ডল সহ বোর্ডের সদস্য ও আধিকারিকগণ।